বিদেশের খবর

অবশেষে তীরে ভিড়লো সেই ভৌতিক জাহাজ

Spread the love

শেরপুর ডেস্ক: পরিত্যাক্ত একটি খালি জাহাজ এক বছর ধরে আটলান্টিক সাগরে ভাসার পর অবশেষে আয়ারল্যান্ডের পাহাড়ি অঞ্চলে যাত্রা বিরতি দিয়েছে। ২০১৮ সালে এমভি আলটা নামক জাহাজটি ভেঙে যাবার পর কোন ধরণের ক্রো ছাড়াই উত্তাল বারমুডা এলাকাজুড়ে ভাসতে থাকে।
সোমবার জাহাজটি আয়ীরল্যান্ডের উপকূলে এস পৌছে বলে জানায় দেশটির কোস্টগার্ড। ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ো বাতাসে জাহাজটিকে উপকূলে নিয়ে আসে। এরআগে ২০১৮ সালের সেপ্টেম্বরে জাহাজটি গ্রিস থেকে হাইাততে যাবার পথে তীব্র স্রোতের কবলে পড়ে সাগরে ভেঙে যায়।
তখন আমেরিরকান কোস্টগার্ড বারমুডা ট্রায়াঙ্গেলের অদূরে জাহাজটির ১০ জন ক্রুকে উদ্ধার করে। জাহাজটি ভেঙে যাবার পর পথ হারিয়ে ২০ দিন সাগরে ভাসতে থাকে।
পরে ২০১৯ সালের আগস্ট মাসে ব্রিটিশ নজরদারি জাহাজ থেকে পরিত্যাক্ত জাহাজটি মধ্য আটলান্টিক সাগরে দেখা গিয়েছিল। ৪৪ বছরের পুরোনো জাহাজটিতে কোন ধরণের দূষিত কিছু নেই বলে জানিয়েছেন কর্ক কর্মকর্তারা।
উল্লেখ্য, বারমুডায় সাগরের মোহনা নিয়ে অনেক ধরণের কথা প্রচলিত আছে পৃথিবীর বিভিন্ন দেশে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close