স্থানীয় খবর

শেরপুরে ৩৮৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে নির্মিত হয়নি কোন শহীদ মিনার!

Spread the love

“মুনসী সাইফুল বারী ডাবলু”
বগুড়ার শেরপুর উপজেলার মোট ৪৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানে এখনো নির্মিত হয়নি কোন শহীদ মিনার। ফলে এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা মহান ভাষা আন্দোলনে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছে না।
বিভিন্ন সুত্রে জানা গেছে, শেরপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৩৮টি, সরকারি কলেজ সহ সাধারণ কলেজ ৬টি, স্কুল এন্ড কলেজ ৪টি, মাদরাসা ৪২টি, কারিগরী কলেজ ৬টি, মাধ্যমিক বিদ্যালয় ৪৬ টি এবং বেসরকারী কিন্ডারগার্টেন ও স্কুল রয়েছে প্রায় ২০০টি সবমিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪৪২টি। এর মধ্যে শহীদ মিনার নির্মিত হয়েছে মাত্র ৫৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে। বাকি ৩৮৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে আজো নির্মিত হয়নি কোন শহীদ মিনার।
শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক শেখ জানান, শেরপুর উপজেলায় কলেজ. মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয় সমুহের মধ্যে ২৯ টি প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে। বাকিগুলোতে এখনো শহীদ মিনার নির্মিত হয়নি। আর্থিক সংকট সহ নানা কারণে এসব নির্মিত হচ্ছে না।
শেরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনা পারভীন জানান, উপজেলায় ১৩৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ২৫টি প্রাথমিক বিদ্যালয়ে এ পর্যন্ত শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। ৩ টি নির্মাণাধীন রয়েছে। বাকিগুলোতে শহীদ মিনার নির্মাণের পরিকল্পনা রয়েছে। মুজিববর্ষ উপলক্ষ্যে আগামী ১৭ মার্চের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের চেষ্টা চলছে।
খোঁজ নিয়ে দেখা গেছে, উপজেলায় সরকারি বেসরকারী বিদ্যালয় ও মাদরাসাগুলো ছাড়াও বেসরকারী ভাবে গড়ে ওঠা কিন্ডারগার্টেন ও প্রাইভেট স্কুল গুলোতে শহীদ মিনার নির্মাণ করা হয়নি। ফলে এসব প্রতিষ্ঠানে মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে না এবং আগামী প্রজন্ম ভাষা আন্দোলন ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে জানতে পারছে না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ জানান, এ বছর কয়টি শহীদ মিনার নির্মাণ করা হয়েছে তা আমার মনে নেই। এ ব্যাপারে শিক্ষা অফিসার বলতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close