বাপ কা বেটা! পরপর দ্রাবিড়-পুত্রের ডাবল সেঞ্চুরি
শেরপুর ডেস্ক: বিখ্যাত পিতা ঠাণ্ডা মাথায় একের পর এক ম্যাচে প্রতিপক্ষের চোখ চোখ রেখে ডাবল সেঞ্চুরি করতেন। পুত্রও ঘরোয়া ক্রিকেটে একের পর এক ডাবল সেঞ্চুরি করে সেপথেই এগোচ্ছে। রাহুল দ্রাবিড় পুত্র সামিত দ্রাবিড় ফের একবার ডাবল সেঞ্চুরি হাকাল। অনুর্ধ্ব-১৪ বিটিআর শিল্ড ম্যাচে মাল্য আদিতি ইন্টারন্যাশানাল স্কুলের জার্সিতে সাই কুমারানের বিপক্ষে দুরন্ত ডাবল সেঞ্চুরি করল সে।
এই নিয়ে দুই মাসের ব্যবধানে দুটো ডাবল সেঞ্চুরি করে ফেললেন তিনি। সামিতের দুরন্ত ইনিংসে ভর করেই মাল্য আদিতি ইন্টারন্যাশানাল স্কুল স্কোরবোর্ডে ৩৭৭ রান তোলে। ৩৩টি বাউন্ডারির সাহায্যে সামিত করে ২০৪ রান। জবাবে ব্যাট করতে নেমে সাই কুমারান ১১০ রানে অলআউট হয়ে যায়। সামিত বল হাতেও ২ উইকেট নিয়েছে। সামিতের দল জয় পেয়েছে ২৬৭ রানের বিশাল ব্যবধানে।
গত ডিসেম্বরেই অনুর্ধ্ব-১৪ পর্যায়ের ক্রিকেটে রাজ্যস্তরে ডাবল সেঞ্চুরি করেছিল সামিত। কলকাতায় ইন্টার জোনাল টুর্নামেন্টে ভাইস প্রেসিডেন্ট একাদশের জার্সিতে ধারওয়াদ জোনের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছিল উঠতি তারকা ক্রিকেটার। ২৫৬ বলে ২০১ করেছিল সামিত ২২টি বাউন্ডারির সাহায্যে। সেই ম্যাচেও ৩ উইকেট শিকার করেছিল দ্রাবিড়-পুত্র। পাশাপাশি প্রথম ইনিংসেও ৯৪ রানের ঝকঝকে ইনিংস খেলেছিল সামিত। যদিও সেই ম্যাচ ড্র হয়ে গিয়েছিল।
ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন রাহুল দ্রাবিড় বহুদিন হলো। আপাতত তিনি ক্রিকেটার তৈরির কারিগর। ভারতীয় যুব ক্রিকেটারদের তুলে আনছেন দ্রাবিড়। এনসিএতে জুনিয়র ক্রিকেটার তৈরির কাজ করছেন তিনি ৷ আর পুত্র সামিতও যুব পর্যায়ের ক্রিকেটে একের পর এক ম্যাচে রান করে চলেছে। সেখান থেকেই নিজের পারফরম্যান্সের জোরে শিরোনামে উঠে আসছে অবিরত। বাপ কা বেটা একেই বলে!