বাবা নির্ঝরকে ফিরে পেতে মানববন্ধনে শিশু তাসফিয়া
ষ্টাফ রির্পোটার: ‘তিন বছরের শিশুকন্যা তাসফিয়া। ১৭ দিন যাবত নিখোঁজ বাবাকে খুঁেজ পেতে মায়ের কোলে চড়ে এসেছিল মানববন্ধনে। সে তার বাবাকে খুঁেজ পেতে যায়।’ বগুড়ার শেরপুর শহরের বাসষ্ট্যান্ডে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ঔষধ ব্যবসায়ী জিন আল ইসলাম নির্ঝরকে খুজেঁ বের করার দাবী জানান বক্তারা। শেরপুর সচেতন এলাকাবাসীর ব্যানারে মা স্মৃতি ইসলামের কোলে চড়েই আসেন নিখোঁজ ব্যবসায়ীর একমাত্র কন্যা তাসফিয়া ।
এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান কেএম মাহবুবার রহমান হারেজ, ডা. নাহিদ রানা, ডা. জাহিদুল ইসলাম শিপলু, প্রভাষক আশরাফুল আলম, আবিদ হাসান সুমন, কারিমুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। প্রায় একঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে এলাকার কয়েকশত নারী-পুরুষ অংশ নেয়।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি রাতে নিখোঁজ হয় শেরপুরের ঔষধ ব্যবসায়ী নির্ঝর। এর পর তার কোন হদিস না পেয়ে দ্রুত খুঁেজ বের করার দাবীতে পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।