স্থানীয় খবর
শেরপুরে ৩ ঔষধের দোকানে জরিমানা
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে সহকারী কমিশনার ভুমি জামশেদ আলম রানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বুধবার তিনটি ঔষধের দোকানে জরিমানা করেছে। প্রতিটি ঔষাধের দোকানে মেয়াদ উর্ত্তীন ঔষধ সহ পরিস্কার পরিচ্ছন্ন না থাকায় শেরপুর পৌরসভা এলাকার বারদুয়ারী পাড়া এবং স্যান্নাল পাড়ার সর্বমঙ্গলা ফার্মেসীর মালিক শেখর লাল কুন্ডুকে ১০০০ টাকা ,সাহা মেডিকেলের মালিক পুলক কে ২০০০ টাকা এবং বিমল মেডিসিন কর্নারের মালিক গৌতম কুমার কে ১০০০ টাকা জরিমানা করেন । এ সময় শেরপুর থানা পলিশের এ,এস,আই মেহেদুল ইসলাম ও সঙ্গিয় ফোর্স উপস্থিত ছিলেন।