শেরপুরে উঠান বৈঠকে জেলা প্রশাসক ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে
ষ্টাফ রির্পোটার: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় এবং উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে শেরপুর উপজেলার বিভিন্ন গ্রামে মহিলাদের বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ সহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠান হচ্ছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের টোলা খেরুয়া মসজিদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ। তথ্যসেবা কর্মকর্তা মোছা: হাবিবা খানম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা, শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল।
বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকার বিশেষ করে নারীদের ক্ষমতায়নের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তাই তথ্য আপা প্রকল্প নারীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সেবা প্রদানের মাধ্যমে তাদেরকে ক্ষমতায়নকে আরো ত্বরান্বিত করছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। প্রত্যন্ত গ্রামের মহিলারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ডিজিটাল সেবা, সমাজের বিভিন্ন অসঙ্গতিমূলক কর্মকান্ডসহ অনেক বিষয়ে তারা সচেতন নয়। তাই ডিজিটাল সেবা নিয়ে অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নে দেশের সার্বিক উন্নয়ন সাধিত হবে। আর এ সেবাগুলো মহিলাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় সরকার এ তথ্যসেবা কেন্দ্র স্থাপন করেছে।