বগুড়ায় দুই মোটর সাইকেলের মুখোমুখিসংঘর্ষে শিক্ষকনিহত
ষ্টাফ রির্পোটার: বগুড়ায় দুই মোটর সাইকেলেরমুখোমুখি সংঘর্ষে ইদ্রিস আলী (৫৭) নামের এক কলেজ শিক্ষক নিহতহয়েছেন । বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শাজাহানপুর উপজেলায় ওই দূর্ঘটনা ঘটে। নিহতইদ্রিস আলী গাবতলী তরনীহাট ডিগ্রী কলেজের শিক্ষক ও শাজাহানপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর। বিষয়টি ছিলিমপুর পুলিশফাঁড়ির এসআই আব্দুলআজিজমন্ডল নিশ্চিতকরেছেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানিয়েছে নিহত কলেজ শিক্ষকইদ্রিস আলী মোটরসাইকেল যোগে সুজাবাদে তার বাড়ি থেকে কর্মস্থল গাবতলীর তরনীহাট ডিগ্রীকলেজে যাচ্ছিলেন। পথেরমধ্যে লক্ষীকোলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অপরএকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেল চালক ইদ্রিস আলী ও তার সঙ্গী প্রভাষক সিরাজুলহক গুরুতরআহতহন । পরে স্থানীয় লোকজন আহত ইদ্রিস আলী ও তার সফর সঙ্গী সিরাজুল হককে ঘটনাস্থল থেকে উদ্ধার কওে বগুড়ার শহীদ জিয়া মেডিকেলকলেজ(শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ইদ্রিস আলী দুপুরের দিকে মারা যান।