শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে । রাত ১২টা ১ মিনিটে শেরপুর উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার ও পৌরসভার শহীদ মিনারে উপজেলা প্রশাসন ,পৌর প্রশাসন , পুলিশ প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সকাল আটটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রভাতফেরি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। প্রভাতফেরি শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: লিয়াকত আলী শেখের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজীর পরিচালনায় এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্যদেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার আবু রায়হান,পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওবায়দুর রহমান, পৌরসভার কাউন্সিলর রেজাউল করিম সিপ্লব,শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, শেরপুর সরকারি ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আকতার উদ্দিন বিপ্লব, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মতিন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সনি প্রমূখ। এ সময় সহকারী কমিশনার ভূমি জামশেদ আলম রানা, শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির সহ সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।