বিশালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার সরকারের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ উঠেছে।
বগুড়ার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ ও বিদ্যালয়ের ছাত্র অভিভাবক এবং এলাকাবাসীর সাথে কথা বলে জানাযায় বিশালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার সরকার শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্বেও টাকার বিনিময়ে বিদ্যালয়ে সহকারী গ্রন্থাকারীক পদে হাসান আলীকে নিয়োগ দিয়েছেন। তিনি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সহকারী প্রধান শিক্ষক পদে শ্যামল কুমার,কম্পিউটার শিক্ষক পদে শিল্পী বেগম ও অফিস সহকারী পদে শফিকুল ইসলামকে নিয়োগ দিয়ে সব টাকা নিজে আত্মসাত করেছেন। ছাত্র অভিভাবক সামছুল ইসলাম জানান প্রধান শিক্ষক একজন অর্থলোভী ব্যক্তি। সে বিদ্যালয়ের টাকা আত্মসাত করে বিদ্যালয়টি ধ্বংস করছে। বিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল কাশেম বলেন প্রধান শিক্ষক শ্যামল কুমার সরকার নিয়োগ বানিজ্য করে লক্ষ লক্ষ টাকা যে আত্মসাত করেছেন তা এলাকার মানুষের সকলেরই জানা রয়েছে। অভিযোগ সত্বেও সে অবৈধভাবে কমিটি করেছেন এবং নতুন করে আবার কমিটি করার চেষ্টা করছেন।
বিশালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার সরকারের সাথে অভিযোগ সর্ম্পকে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। নিয়োগের ব্যাপারে প্রধান শিক্ষকের কোন হাত নেই। নিয়োগ কমিটি নিয়োগ দিয়ে থাকে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি লিখিত কোন অভিযোগ পাননি বলে জানান। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌখিকভাবে তাকে বিষয়টি জানিয়েছেন। লিখিত অভিযোগ হাতে পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।