স্থানীয় খবর
ধুনটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শিশু কিশোর প্রভাত ফেরী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে ভাষা শহীদদের স্মরনে আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট থানার ওসি ইসমাইল হোসেন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী সাহা, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, ইউপি চেয়ারম্যান লাল মিয়া প্রমূখ।