দেশের খবর

কাজিপুরে দূর্বৃত্তদের আগুনে স্কুল পুড়ে ছাই

Spread the love

ধুনট (বগুড়া) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ভানুডাঙ্গা বাজারের এভারগ্রীন মাল্টিমিডিয়া কেজি স্কুলে আগুন লাগিয়েছে দূর্বৃত্তরা। এতে ওই স্কুলের শ্রেণীকক্ষ ও আসবাবপত্র পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এঘটনায় শুক্রবার স্কুলের পরিচালক কামরুল ইসলাম বাদী হয়ে কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয়সূত্রে জানাগেছে, ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের দেউরিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে কামরুল ইসলাম ২০১৫ সালে কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের ভানুডাঙ্গা বাজারে এভারগ্রীন মাল্টিমিডিয়া কেজি স্কুল প্রতিষ্ঠা করেন। বর্তমানে ওই স্কুলে শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১৫০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কে বা কারা ওই স্কুলে আগুন লাগিয়ে দেয়। সংবাদ পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনলেও স্কুলের শ্রেণীকক্ষ, আসবাবপত্র, পাঠ্যবই সহ বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই স্কুলের প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্কুলের পরিচালক কামরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার স্কুল ছুটির পর সবাই বাড়িতে চলে গেলে সন্ধ্যা ৭টায় অগ্নিকান্ডের সংবাদ পাই। পরে ঘটনাস্থলে গিয়ে স্কুলের অফিসকক্ষ ও শ্রেণীকক্ষ সহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই অবস্থায় দেখি। তবে কে বা কারা শত্রুতা করে আগুন লাগিয়েছে দিয়েছে বলে তিনি দাবি করেন।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, স্কুলে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close