শেরপুরে সাংবাদিকের বাবার মৃত্যু: প্রেসক্লাবের শোক
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুর প্রেসক্লাবের সদস্য শাকিল আহম্মদের বাবা ও শেরপুর সরকারি কলেজের অফিস সহকারী হাফিজুর রহমান আর নেই। তিনি গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যারাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহে…..রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৬২বছর। শনিবার (২২ ফেব্রুয়ারি) বাদ জোহর শেরপুর সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে শহরের হাসপাতাল রোডস্থ পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এদিকে প্রেসক্লাবের সদস্য শাকিলের বাবার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রেসক্লাবের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। বিবৃতিদাতারা হলেন- শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন, দপ্তর সম্পাদক আইয়ুব আলী, সাহিত্য সম্পাদক আব্দুল আলিম, নির্বাহী সদস্য নিমাই ঘোষ, সবুজ চৌধুরী, শাহ-জামাল কামাল, জাহাঙ্গীর ইসলাম প্রমুখ।