স্থানীয় খবর
বগুড়ায় দুই হাজার পিস ইয়াবা সহ গ্রেপ্তার দুই
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় দুইহাজার পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের চারমাথা এলাকা থেকে গ্রেপ্তার কর াহয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুর জেলার হাকিমপুর থানার নন্দীপুর এলাকার ইসাহাক আলীর ছেলে মিনহাজুল ইসলাম(৩০) এবং একই উপজেলার সাতকুরি এলাকার মৃত মকবুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম(৪২)।
বগুড়া ডিবি পুলিশের ওসি আছলাম আলী জানান, গ্রেপ্তার হওয়া দুইজনই দীর্ঘ দিন ধওে ইয়াবা কেনা বেচা কওে আসছিল। তাদেও বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।