স্থানীয় খবর
বগুড়ায় অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে কলাবাগান থেকে অজ্ঞাত এক যুবতীর(৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের হাতিবান্ধা এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
তিনি আরও জানান, হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।