মাটি খুঁড়লেই মিলছে স্বর্ণ
শেরপুর ডেস্ক: মাটির নিচে থরে থরে স্বর্ণ। দামি এই ধাতুর সম্ভার দেখে আপনারও মাথা খারাপ হয়ে যেতে পারে! কারণ যেখানেই মাটি খোঁড়া হচ্ছে সেখানেই মিলছে স্বর্ণ। এ যেন স্বর্ণের খনি।
আসলেই এটি স্বর্ণের খনি। ভারতের উত্তরপ্রদেশের সোনভদ্র এলাকায় এ খনির সন্ধান মেলে বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়। সেখান থেকে প্রায় তিন হাজার ৫০০ টন স্বর্ণ পাওয়া যায়।
জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এক কর্মকর্তা জানান, উত্তরপ্রদেশের দুটি অঞ্চলে ওই সোনার সন্ধান মিলেছে। খুব তাড়াতাড়িই টেন্ডারিংয়ের মাধ্যমে এই সোনার খনির নিলাম শুরু হবে।
সোনভদ্রের উইন্ডহ্যামগঞ্জে স্বর্ণের খনিতে প্রায় ২,৯৪৩.২৬ মেট্রিক টন এবং হারদি গ্রামের কাছে পাহাড়ি অঞ্চলের খনিটিতে ৬৪৬.১৬ মেট্রিক টন স্বর্ণ রয়েছে বলে জানা গিয়েছে।
সোনভদ্র জেলার খনির কর্মকর্তা কে কে রাই জানান, স্বর্ণের পাশাপাশি ওই দুই অঞ্চলে খোঁড়াখুঁড়ি করে আরও বেশ কয়েকটি খনির সন্ধান পাওয়া গেছে।