ধুনটে চেয়ারম্যানের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম ফটিকের মৃত্যুতে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে তারিকুল ইসলাম তারিকের সভাপতিত্বে কালেরপাড়া উচচছ বিদ্যালয় মাঠে মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। উল্লেখ্য গত ১৫ ফেব্রুয়ারী ২০২০ ইং শনিবার দুপুরে বগুড়াস্থ অলোকা ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ফটিকের মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শোক সভায় বগুড়া জেলা পরিষদ সদস্য ফজলুল হক, নাজনীন নাহার, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জিএম ফেরদৌস পাশা, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, উপজেলা আওয়ামী লীগের সদস্য হায়দার আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সাইদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মাষ্টার, উপজেলা যুবলীগের সাংস্কৃতি সম্পাদক শাহাদাৎ হোসেন, ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, কালেরপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য সুমন সরকার, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম মিঠু, কালেরপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক বদিউল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন, কালেরপাড়া ইউপি সদস্য রফিকুল ইসলাম চান্দু, চিকাশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম সামছুজ্জোহা বেলাল, শিক্ষক শাহজাহান আলী, শিক্ষক শহিদুর রহমানসহ স্থানীয় বিশিষ্ট জনেরা বক্তব্য দেন। শোক সভায় বক্তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।