স্থানীয় খবর
শেরপুরে মাদক সহ গ্রেফতার ৫
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শেরপুর থানার পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে।
জানা যায়, বুধবার ২৫ সেপ্টেম্বর বিকেলে খানপুর ইউনিয়নে চৌবাড়ীয়া এলকায় মাদক সেবনের সময় পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যবসায়ী দুইজনের সন্ধান দিলে তাদেরকেও গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- বকুল, আব্দুল্লাহ, জহুরুল, রিপন, জুয়েল।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের প্রশ্নে কোন আপস নেই। মাদক নির্মূল করা আমাদের প্রধান চ্যালেঞ্জ। তাই মাদক নির্মূল অভিযানে মাদক ব্যবসায়ী সহ তাদের ‘গডফাদারদের’ আইনের আওতায় আনতে হবে।