খেলাধুলা
একই ক্লাবে মেসি-রোনালদো?
শেরপুর ডেস্ক: আগামী মৌসুম থেকে মেজর সকার লিগে আত্মপ্রকাশ করবে বেকসের ক্লাব ইন্টার মিয়ামি। নতুন দলের জন্য ব্লকবাস্টার ফুটবলার চাইছেন ডেভিড বেকহ্যাম। সেখানেই উঠে এসেছে মেসি আর রোনালদোর নাম।
দু’জনের সঙ্গেই দারুণ সম্পর্ক বেকসের। সেটাকে কাজে লাগিয়েই আমেরিকায় বিশ্ব ফুটবলের দুই তারকাকে নিয়ে আসতে চান প্রাক্তন ইংলিশ অধিনায়ক।
বর্তমানে ক্যারিয়ারের শেষদিকে অনেক তারকাই মেজর লিগ সকারকে বেছে নিচ্ছেন। সেই পথেই রোনালদোদের আনতে চায় বেকহ্যামের ক্লাব।