স্থানীয় খবর

বগুড়ায় বৃষ্টি মাথায় নিয়েও বইমেলা জমজমাট

Spread the love

বগুড়া সংবাদদাতা: সোমবার ৫ম দিন দুপুরের পর থেকে বগুড়া বইমেলার বই বিক্রেতারা হাসতে থাকে। রোদের তেজ যতটা বেড়েছে ঠিক ততটায় যেন বেড়েছে বইমেলায় ভিড়। আর সকালের বৃষ্টিতে কিছুটা ঝিমিয়ে পড়েছিল। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে বইমেলা জমজমাট।
বগুড়া বইমেলায় আসা পাঠকরা বলছেন, অতিরিক্ত খরচ করে আর ঢাকায় যেতে হচ্ছে না। ঢাকার সব বই এখন বগুড়া বইমেলাতে পাওয়া যাচ্ছে। যে কারণে পাঠকদের মাঝে আরো বেশ গুঞ্জন পড়েছে। নতুন বইয়ের তালিকা যেমন হোক। এবার তরুণরা বেশি কিনছে বিজ্ঞান ও বিজ্ঞানের কল্পকথা ভিত্তিক বিভন্ন প্রকাশনা।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষ্যে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ১০ দিনের বইমেলার বয়স বড়েছে। বইমেলার মধ্যবয়ে এসে দাঁড়িয়েছে। চার দিন পর ২৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে বগুড়া বইমেলা। সম্মিলিত সাংস্কৃতিক জোট থেকে এবার আগামী শুক্রবার ২৮ ফেব্রুয়ারি বগুড়া বইমেলা শিশুদের জন্য ঘোষণা করা হয়েছে। সেদিন ছুটির দিনে শিশুরা যেন নিজেদের পছন্দ মতে কেনাকাটা করতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিন শিশুদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করার জন্য বই বিক্রেতাদের বলা হয়েছে। এদিকে বগুড়া বইমেলর সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে সাধারণ শ্রতা, দর্শকে ঘিরে থাকছে বইমেলা প্রাঙ্গণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close