বিদেশের খবর
পদত্যাগের পর ফের নিজ কার্যালয়ে ফিরলেন মাহাথির
শেরপুর ডেস্ক: গত দুই দিনের রাজনৈতিক অস্থিরতার পর নিজ কার্যালয়ে ফিরেছেন ৯৪ বছর বয়সী মালয়েশিয়ার অন্তর্র্বতী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা ২৯ মিনিটে তাকে বহনকারী গাড়িকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে দেখা গেছে।
এর আগে সোমবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে রাজার কাছে পদত্যাগপত্র পাঠান মাহাথির। বিকালে তার পদত্যাগপত্র গ্রহণের পর মালয়েশিয়ার রাজা ইয়াং দি-পারতুয়ান আগং পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্র্বতী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন।