বগুড়ায় স্ত্রীর হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে স্ত্রী কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী মামুন মিয়া (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে শিবগঞ্জ থানা পুলিশ তাকে বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের আচলাই গ্রামের খট্টমিয়ার ছেলে মামুন এক বছর পূর্বে তেঘরী গ্রামের শিরিনা আকতার সুলতানা (২৩) কে ভালবেসে বিয়ে করে।
এরপর সে বিভিন্ন সময়ে যৌতুকের দাবীতে শিরিনাকে অত্যাচার করতে থাকে। গত ২৬ ফেব্রুয়ারি স্ত্রী কে শ্বাসরোধ করে হত্যা করে ধানক্ষেত্রে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরবর্তীতে নিহতের চাচা হারুনুর রশিদ বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, মামুন তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে।