বগুড়া জেলা বাস-মিনিবাস কোচ শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত
ষ্টাফ রির্পোটার: বগুড়া জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি-২০২০ ও শ্রমিক সদস্য যাচাই-বাছাই কমিটির এক সভা ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার শেরপুর বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও খুলনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.আব্দুুর রহিম বক্স দুদুর সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন এর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ মো.আনসার আলী। বক্তব্য রাখেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো.আহসান হাবীব অন্বিয়া, আলহাজ মুন্সী সাইফুল বারী ডাবলু, আলহাজ মো.শাহ আলম পান্না, শফিকুল ইসলাম শফিক, মো.নাজমুল আলম খোকন, বদরুল ইসলাম পোদ্দার ববি, মো. রেজাউল কমির সিপ্লব, মো.আব্দুল বাছেদ বাচ্চু, মো.আব্দুর রহিম মুন্সি ও মো. নুরুল ইসলাম নুরু।
এছাড়াও গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সাধারণ সভায় গঠিত শ্রমিক ইউনিয়নের ১৩ হাজার ৭১০ জন শ্রমিক সদস্যদের হালনাগাদ সদস্য চাঁদা পরিশোধ সহ ভিন্ন পেশা ও কর্মের শ্রমিকদের যাচাই-বাছাই কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি ৭ সদস্য বিশিষ্ট সদস্যদের মতামতের ভিত্তিতে সুষ্ঠ নির্বাচনের স্বার্থে আগামী ১০ মার্চের মধ্যে অত্র শ্রমিক সংগঠনের চুড়ান্ত সদস্য তালিকা নির্বাচন পরিচালনা কমিটি বরাবরে প্রদানের জন্য পত্র প্রেরণ করা হয়। অপরদিকে মোটর শ্রমিক সদস্য যাচাই-বাছাই কমিটিকে সহায়তা করার জন্য নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে সদস্য সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, বদরুল ইসলাম পোদ্দার ববি ও মো.আব্দুল বাছেদ বাচ্চুকে দায়িত্ব প্রদান করা হয়।