স্থানীয় খবর

বগুড়ায় ‘যৌন হয়রানি, বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থী সমাবেশ

Spread the love

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি (সিইপি) ও উপজেলা প্রশাসন বগুড়া সদর,বগুড়ার উদ্যোগে গত ২৭ ফেব্রুয়ারী ২০২০ বৃহস্পতিবার যৌন হয়রানি, বাল্যবিয়ে ও সাইবার বুলিং সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা এবং সংবেদনশীলতা তৈরি, তাদেরকে আত্মপ্রত্যয়ী করা এবং ঐক্যবদ্ধভাবে নিজেদের করণীয় নির্ধারণে দক্ষ করে তোলার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষকদের সমন্বয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন লাইনুন নাজমা প্রোগ্রাম অফিসার মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় বগুড়া সদর বগুড়া। আলহাজ্ব আব্দুল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিনা শিরিন অনুষ্ঠান উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে।
বগুড়া জেলার আলহাজ্ব আব্দুল করিম বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে সকাল ১১ টায় উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। যৌন হয়রানি, বাল্যবিয়ে এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের উপর গুরুত্ব দিয়ে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি (সিইপি) ও উপজেলা প্রশাসন বগুড়া সদর,বগুড়া এই সমাবেশটি পরিচালনা করেছে। উক্ত সমাবেশে প্রধানের দায়িত্ব পালন করেন তানজিনা শিরিন প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুলকরিম বালিকা উচ্চ বিদ্যালয়। সঞ্চালনা করেন মাসুদ রানা জে এস এস ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি।
শিক্ষাথীদের মধো মধ্যে জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শেষে সকল অংশগ্রহণকারী দাঁড়িয়ে ‘যৌন হয়রানি ও বাল্যবিয়েকে না বলি’ শীর্ষক লাল কার্ড প্রদর্শন ও শপথবাক্য পাঠ করানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close