ধুনটে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪
এম.এ রাশেদঃ বগুড়ার ধুনটে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে এবং একটি মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। আহতরা হলো উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম রেজা, যুবলীগ নেতা মিন্টু, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল আহম্মেদ ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় সোনামুখি রোডে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান শরিফের ব্যক্তিগত কার্যালয়ের দক্ষিন পাশে উপজেলা আওয়ামীগের সদস্য সেলিম রেজাকে পুর্ব বিরোধের জের ধরে শ্রমিক লীগের সভাপতি ইজুল ও উপজেলা যুবলীগের সদস্য শাহা আলী পিটিয়ে আহত করে। এঘটনায় সেলিম রেজার লোকজন সংঘবদ্ধ হয়ে উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামের ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালায়। হামলায় ব্যক্তিগত কার্যালয় ভাংচুর করে এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ আহত হয় এবং সেখানে থাকা ১টি মটর সাইকেল ভাংচুর হয়। সেলিম রেজাকে মারপিটের অভিযোগে পুলিশ ইজুলকে আটক করে।
এখবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের মধ্যে যুবলীগের সদস্য মিন্টু মিয়া বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যান্যরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১জনকে আটক করা হয়েছে এবং সেখানে পুলিশ মোতায়ন করা হয়েছে।