স্থানীয় খবর

বগুড়ায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত

Spread the love

বগুড়া প্রতিনিধি :’পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণীকুল বাঁচাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় নানা আয়োজনে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১ টার দিকে টিম ফর এনার্জী এন্ড এনভায়রনমেন্ট রিচার্সের (তীর) আয়োজনে এক র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে সাতমাথায় এসে শেষ হয়।
র‌্যালি শেষে এক পথসভার আয়োজন করা হয়। পথসভায় বক্তব্য রাখেন সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ও তীরের উপদেষ্টা মোখলেছুর রহমান, সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক ফজলে বারি রতন ও তীরের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন,এক তরফাভাবে জনসংখ্যা বেড়েই চলেছে। ফলে জীববৈচিত্র্য ও প্রকৃতি হুমকীর মুখে দাড়িয়েছে। উন্নত জীবন ব্যবস্থার পাশাপাশি জীব বৈচিত্র্য সংরক্ষণ করতে হবে। নইলে পৃথিবীর অস্তিত্ব সংকটে পরবে। তাই সবাইকে প্রাণীকুল বাঁচাতে এগিয়ে আসতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে প্রফেসর আব্দুল মান্নান, জিয়াউর রহমান, রিফাত হাসান, রাকিব, হোসেন রহমান,আহসান, মুকিম হাসিবসহ তীরের সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close