গোপন সিনেমার নাম প্রকাশ বাঁধনের
শেরপুর ডেস্ক: : লাক্স সুপারস্টার ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন ২০১৮ সাল থেকে ছোট কিংবা বড় পর্দায় নেই। ঐ বছর জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ সিনেমায় অভিনয় করার কথা থাকলেও শেষ পর্যন্ত সিনেমাটিতে কাজ করেননি এই অভিনেত্রী। এরপর থেকে বিভিন্ন গণমাধ্যমে বাঁধন জানিয়েছেন, গেল বছর বেশ গোপনে একটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি।
বাঁধনের ভাষ্য, ৬ মাসের প্রস্তুতি নিয়ে এই সিনেমার কাজটি শেষ করেছেন তিনি। সেকারণে গেল বছর অন্য কোন কাজ হাতে নেননি। সিনেমাটির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান যে কোনো সময় ওয়ার্ল্ড প্রিমিয়ারের মধ্য দিয়ে এই সিনেমার বিস্তারিত জানাবে। সিনেমাটিতে মুক্তি পেলে নতুন এক বাঁধনকে আবিষ্কার করবে দর্শক বলে মনে করেন এই অভিনেত্রী।
এদিকে বাঁধনের সেই গোপন সিনেমার নাম ‘মারিয়া’। নারী প্রধান এই সিনেমাটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। যিনি এর আগে ‘লাইফ ফ্রম ঢাকা’ সিনেমা পরিচালনা করে আলোচনায় এসেছেন।
যদিও এখনই এই সিনেমাটি প্রসঙ্গে মুখ খুলতে চাননা সিনেমাটির নায়িকা ও পরিচালক। এই সিনেমা প্রসঙ্গে আজমেরী হক বাঁধন বলেন, ‘হ্যাঁ, আমি একটা সিনেমা করেছি, কিন্তু এখনই সেটা নিয়ে কথা বলতে চাচ্ছিনা। সিনেমাটির প্রযোজক ও পরিচালক যখন আমাকে কথা বলতে বলবেন তখনই কথা কথা বলতে পারবো।’
এদিকে সিনেমাটি প্রসঙ্গে কথা বলতে পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমের পরিচয় শুনে কথা বলতে আগ্রহী হননি।
তবে এই সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘মারিয়া’ নামে সিনেমার কাজটি শেষ হলেও সিনেমাটির নাম পরিবর্তন হতে পারে।