স্থানীয় খবর

সরকার আবাদি জমি রক্ষায় বদ্ধ পরিকর-এসি ল্যান্ড শেরপুর

Spread the love

“মুনসী সাইফুল বারী ডাবলু”
বগুড়ার শেরপুরে সহকারী কমিশনার (ভুমি) জামশেদ আলম রানা এক বিশেষ ঘোষনায় সকলের অবগতির জন্য বলেছেন যে বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন স্থানে আবাদি জমি নষ্ট করে মাটি ব্যবসায়ীরা মাটি কেটে বিক্রি করছেন। এতে করে আবাদি জমির উর্বরতা নষ্ট সহ পরিবেশ বিপন্ন হচ্ছে। বাংলাদেশ সরকার আবাদি জমি রক্ষায় বদ্ধ পরিকর। তাছাড়া আবাদি জমির মাটি কেটে ফেলায় জমির শ্রেণি পরিবর্তিত হচ্ছে। ফলে সরকার বিপুল পরিমান রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে।
জরুরী প্রয়োজনে পুকুর কাটার দরকার হলে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন,১৯৫০ এর ১০৭ ধারা মোতাবেক নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে জেলা প্রশাসক বরাবর আবেদন করে মাটি কাটার অনুমোদন নিতে হয়। পূর্বানুমোদন ব্যাতীত আবাদি জমি নষ্ট করে মাটি কাটা আইনত দন্ডনীয় অপরাধ।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারার ১ উপধারা অনুসারে যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যাতীত আবাদি জমি নষ্ট করে মাটি কাটলে ২ বছরের কারাদণ্ড বা সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত অর্থদন্ড বা উভয়দন্ডের বিধান রয়েছে। জনস্বার্থে সকলকে এধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close