বগুড়ায় প্রয়াত এমপি আব্দুল মান্নানের স্মরণসভা অনুষ্ঠিত
ষ্টাফ রির্পোটার: বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকালে শহরের শহীদ খোকন পার্ক ময়দানে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোহাম্মাদ নাসিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, প্রয়াত এমপির স্ত্রী সাহাদারা মান্নান।
সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সম্পাদক সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলু প্রমুখ।
স্মরণসভায় বক্তারা প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। শেষে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।