বগুড়া-১ আসনে নৌকার বিজয় ধরে রাখতে ঐক্যের বিকল্প নেই
বগুড়া প্রতিনিধি: বগুড়া-১ আসনে আগামী ২৯ মার্চ উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান এর নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৪ মার্চ) বেলা সাড়ে ১০ টার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকর। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল হাসান রিপু, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পু সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আব্দুল খালেক দুলু প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও সারিয়াকান্দি উপজেলা আওয়াামী লীগের সভাপতি সাহাদারা মান্নান শিল্পি।
সভায় বক্তারা বলেন, নৌকার বিজয় ধনে রাখতে নিজেদের মধ্যে ঐক্যের বিকল্প নেই।