দেশের খবর

মুজিববর্ষ : উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক মাতাবে সহস্রাধিক শিল্পী

Spread the love

শেরপুর ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সহ লাখো অতিথির উপস্থিতিতে রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দরের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ অনুষ্ঠানে সহস্রাধিক শিল্পী অংশগ্রহণ করবেন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন প্রতিষ্ঠান দেশীয় শিল্পীদের পাশাপাশি আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন দেশের শিল্পীরা নাচে-গানে দর্শক মাতাবেন। আমন্ত্রিত অতিথি সহ শিল্পীদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার রাজধানীর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত নিরাপত্তা বিষয়ক উপকমিটির সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ তথ্য জানান।
এ সময় উপস্থিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল নাসের চৌধুরী বলেন, আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ-বিদেশের সহস্রাধিক পারফরমার অংশগ্রহণ করবেন।
উৎসবমুখর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close