স্থানীয় খবর
শেরপুরে ঐতিহাসিক সাতই মার্চ পালিত
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে শনিবার ঐতিহাসিক সাতই মার্চ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর উপজেলা ও শহর শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে সকাল ৮ টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর দলীয় কার্যালয়ে রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন আহসান হাবীব আম্বীয়া, আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, এ্যাডভোকেট গোলাম ফারুক, এ্যাডভোকেট ইলিয়াছ উদ্দিন মিন্টু, আলহাজ্ব শাহজামাল সিরাজী, গোবিন্দ কুমার বাগচী, সুলতান মাহমুদ, আলহাজ্ব আব্দুুর রাজ্জাক, আলহাজ্ব মকবুল হোসেন, আবু আরফান প্রমুখ।