বগুড়ায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার সকালে শহরের টেম্পল রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুজবর রহমান মজনু, ও সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু।
ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরে জেলা আওয়ামীলীগ সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক আছাদুর রহমান দুলুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ মকবুল হোসেন ,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাগর কুমার রায়,আওয়ামীলীগ নেতা শাহাদৎ আলম ঝুনু,সদর থানা আওয়ামীলীগ এর সভাপতি আবু সুফিয়ান শফিক, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী খাদিজা খাতুন শেফলী, কৃষকলীগ সভাপতি আলমগীর বাদশা,শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম, যুবলীগ সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা ছাত্রলীগ সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, আগামী প্রজন্মকে ৭ই মার্চের ভাষন সম্পর্কে অবগত করতে হবে। এটি শুধু একটি ভাষন নয় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে প্রেরণা সৃষ্টিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ১৯ মিনিটের অবিনাশী কথামালার ভাষণটি বাঙালি জাতির মুক্তির দলিল। ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’- বঙ্গবন্ধুর এ প্রণোদনামূলক যুদ্ধ-স্লোগান ছিল বাঙালি জাতির মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের মূল হাতিয়ার।