বগুড়ায় ৮শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৪ জন আটক
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া গোয়েন্দা পুলিশ ডিবির পৃথক অভিযানে ৮শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৪ জনকে আটক করেছে।
ডিবি পুলিশের পক্ষথেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিম ডিবি বগুড়ার পৃথক মাদকবিরোধী অভিযানে গাবতলী থানাধীন কাগইল বাজার হইতে শনিবার বেলা সাড়ে ১২ টায় ৫০০ পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আট করে।
আটককৃতরা হল, গাবতলীর কাগইল হিজলী গ্রামের মো. মোস্তাফিজার রহমান এর ছেলে একাধিক মাদক মামলার আসামী মো. জিবরাঈল ইসলাম (৩৭), ও একই এলাকার মৃত টুকু মিয়ার ছেলে মো. সুলতান মিয়া (৩৪)।
এছাড়াও অফর অভিযানে বগুড়া সদর থানাধীন বারপুর মোড় হতে গত শুক্রবার রাত ১১ টার সময় ৩০০ পিচ ইয়াবা সহ সদরের পালশা হাজিপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে একাধিক মাদক মামলার আসামী মো. শাহিন মোল্লা (৩৭) ও গাবতলীর বাইগুনী কালুডাঙ্গা এলাকার মো. মজিবর রহমান এর ছেলে মো. মাসুদুর রহমান মাসুদ (৩৬)।