বগুড়ায় গোলাগুলিতে ‘শীর্ষ সন্ত্রাসী’ নিহত
বগুড়া প্রতিনিধি. বগুড়ায় দুই দল দুস্কৃতিকারীর কথিত গোলাগুলিতে কবির হোসেন মিনকো (৪৫) নামের এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাত দেড়টার দিকে শহরের মালতিনগরের ভাটকান্দি ব্রীজ এলাকায় এই গোলাগুলি ঘটনা ঘটে। নিহত মিনকো শহরের চক ফরিদ কলোনী এলাকার আজিজুল হকের ছেলে ও শীর্ষসন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।
বগুড়া সদর সার্কেলের এসএসপি সনাতন চক্রবর্তী জানান, গোলাগুলির শব্দ পেয়ে তিনি সহ বগুড়া সদর থানার ওসি ঘটনা¯’লে গেলে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অব¯’ায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ সময় ঘটনা¯’ল থেকে একটি বিদেশি রিভলবার, ৮ রাউন্ড রিভলবারের গুলি, একটি ওয়ান শুটার গান, একটি লম্বা চাপাতি এবং একটি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, নিহত কবির হোসেন মিনকোর বিরুদ্ধে জোড়াখুন, চাঁদাবাজী, অস্ত্র, ও মারাত্মক জখমের অভিযোগে ১৫টি মামলা রয়েছে।