স্থানীয় খবর

ধুনটে দৃষ্টি প্রতিবন্ধী বিধবাকে ধর্ষণের অভিযোগ

Spread the love

ধুনট(বগুড়া)প্রতিনিধি:বগুড়ার ধুনটে দৃষ্টি প্রতিবন্ধি এক বিধবা নারীকে কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভন্ডারবাড়ী ইউনিয়নের ভুতবাড়ী গ্রামে। দৃষ্টি প্রতিবন্ধী ধর্ষিতা বিধবা সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার পরানপুর গ্রামের আব্দুল মজিদের মেয়ে ও কুনকুনিয়া গ্রামের মৃত আবু বক্করের স্ত্রী। এ বিষয়ে ধুনট থানায় বৃহস্পতিবার রাত্রে ধর্ষিতার বাবা বাদী হয়ে উত্তম কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলা সৃত্রে জানা যায়, প্রায় ১০ বছর পুর্বে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার পরানপুর গ্রামের আব্দুল মজিদের দৃষ্টি প্রতিবন্ধী মেয়ের সাথে একই উপজেলার কুনকুনিয়া গ্রামের মৃত দেলবর রহমানের ছেলে আবু বক্করের সাথে ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ হয়। আবু বক্কর ধুনট থানাধীন ভুতবাড়ী গ্রামের মসজিদের ইমামতি করার কারনে হাজীপাড়া ওয়াপদা বাধেঁ ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলো। প্রায় ২বছর পুর্বে মৃতু বরণ করে আবু বক্কর। তারপর থেকেই ওই দৃষ্টি প্রতিবন্ধী নারী ওই বাড়ীতেই একা বসবাস করতেন। বসবাস চলাকালীন ওই এলাকার মৃত জগিন্দ্রনাথ সরকারের ছেলে উত্তম সরকারের ওষধের দোকান থেকে দৃষ্টি প্রতিবন্ধি বিধবা নারী প্রয়োজনীয় ঔষধপত্র ক্রয় করতো। এই সুবাদে উত্তম কুমার সরকার দৃষ্টি প্রতিবন্ধী নারীকে বিভিন্ন ধরনের প্রলোভন ও কু-প্রস্তাব দিয়ে সম্পর্ক তৈরির চেষ্টা করতো। এরই এক পর্যায়ে ধর্ষক উত্তম কুমার হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করে সম্পর্ক গড়ে তোলে দৃষ্টি প্রতিবন্ধী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোড়পৃর্বক ধর্ষন করে।

এঘটনায় দৃষ্টিপ্রতিবন্ধী বিধবা নারী ৪ মাসের অন্তঃসত্তা হয়। গর্ভের সন্তান নষ্ট করার জন্য গত ৫ সেপ্টেম্বর কৌশলে ঔষধ সেবন করায় এবং ওই রাতেই ইচ্ছা শক্তির বিরুদ্ধে আবার তাকে জোনপূর্বক ধর্ষণ করে উত্তম কুমার। পরের দিন তার গর্ভপাত ঘটে। গর্ভপাতের কয়েক দিন আগে দৃষ্টিপ্রতিবন্ধী বিধবা নারীর নিকট থেকে ২১,৭০০/- টাকা কর্জ হিসাবে নেয় ধর্ষক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close