শেরপুরে আওয়ামী লীগের মুজিববর্ষ উদ্বোধন
ষ্টাফ রির্পোটার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার মুজিববর্ষ উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর উপজেলা ও শহর শাখা উদ্যোগে শহরের বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে সকাল সাড়ে ৭টার দিকে নানা কর্মসুচী পালন করা হয়। এ সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়। পরে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা ও দেশ জাতির উন্নতি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এতে শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, সহ সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, এ্যাডভোকেট গোলাম ফারুক, এ্যাডভোকেট ইলিয়াছ উদ্দিন মিন্টু,আলহাজ্ব শাহজামাল সিরাজী, যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, গোবিন্দ বাগচী,অধ্যক্ষ স ম হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, শহর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, গোলাম হোসেন , মোস্তাফিজার রহমান ভুট্টো,কাউন্সিলর রেজাউল করিম সিপ্লব, নূরে আলম সানি, আরিফুর রহমান শুভ, সৌরভ আহম্মেদ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।