শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীকে কুপিয়ে জখম
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের এক নৈশপ্রহরী কাম দপ্তরীকে কুপিয়ে জখম করেছে প্রতিপরা। শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের আমইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা চলাকালে এ ঘটনা ঘটে।
আহত দপ্তরী মো. ইনছান আলী (৩০) ওই গ্রামেরই মো. মশরত আলীর ছেলে।
আহতের আত্মীয়স্বজনেরা জানান, একই এলাকার আব্দুল খালেকের ছেলে আল আমিন (২৬) এর সাথে পুর্ব থেকে বিরোধ ছিলো। সে মাঝে মাঝে চাঁদাও দাবী করতো। চাঁদার টাকা না দিলে স্কুলের সম্পত্তি বিনষ্টের হুমকি দিতো। এরই প্রতিবাদ করায় শুক্রবার বিকালে আল আমিন সহ আরো কয়েকজন ইনছানের উপর হামলা চালিয়ে তার দুই হাতে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেবার প্রস্তুতি চলছে।