শেরপুরে শেখ রাসেল মেমোরিয়াল সংস্থায় মুজিববর্ষ পালন
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয়। শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌরসভার কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববির বাসভবনে তার সার্বিক সহযোগিতায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু। মাহফুজার রহমানের সভাপতিত্বে ও আব্দ;ুল জলিল সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্যদেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক গোবিন্দ কুমার বাগচী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌরসভার কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি,আওয়ামী লীগ নেতা গনেশ কিশোর মুন্সী,জহুরুল ইসলাম জহু,গোলাম মোস্তফা লিটন,যুগল পাশা পলাশ,আন্জুমান আরা লিলি,মোস্তাফিজার রহমান,আলহাজ্ব আব্দুল হামিদ,সংগ্রাম কুন্ডু প্রমুখ। শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোওয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও: শহিদুল ইসলাম।