দেশের খবর
জমকালো ফায়ারওয়ার্কসের মধ্য দিয়ে মুজিববর্ষের উদ্বোধন
শেরপুর ডেস্ক: রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জমকালো ফায়ারওয়ার্কসের (আতশবাজি প্রদর্শনী) মধ্য দিয়ে উদ্বোধন হলো মুজিবর্ষের।
মঙ্গলবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মলগ্ন রাত ৮টায় বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
১৯২০ সালের ১৭ মার্চ রাত ৮টায় তৎকালীন ফরিদপুর মহকুমার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান।
তার হাত ধরেই আসে বাঙালির স্বাধীনতা, জন্ম নেয় বাংলাদেশ। ৫৫ বছর বয়সে কিছু বিপথগামী সেনা কেড়ে নেন তার প্রাণ। কিন্তু দেশের প্রতিটি কোনায় কোনায় আজ উচ্চারিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম।