স্থানীয় খবর
শেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে পুকুরের পানিতে ডুবে মো. সাদিক হাসান (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি হিন্দুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের আব্দুর নূর হোসেনের ছেলে।
খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব এই তথ্য নিশ্চিত করে জানান, দুপুরের পর বাড়ির উঠানে খেলা করার সময় সবার অজান্তে পাশের পুকুরে পানিতে ডুবে যায় সাদিক। পরে তাকে না দেখে খোঁজা-খুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।