শেরপুরে বাল্যবিবাহ:মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের যমুনাপাড়া এলাকায় ২০ মার্চ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিবাহ সংঘটিত হওয়ার খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শেরপুর থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি জামশেদ আলাম রানা।
জানা যায়, বর মো: ইব্রাহিমের বয়স ১৬ এবং কনে মোছা: সিমের বয়স ১৫ বছর। পিতা- মাতার সম্মতিতে উক্ত বিয়ে সংঘটিত হওয়ায় বরের পিতা মোঃ কাজল, সাং মদনপুর, শেরপুর, বগুড়া কে বাল্যবিবাহ নিরোধ আইন,২০১৭ অনুসারে ৩০ হাজার টাকা এবং বর-কনে নাবালক হওয়া সত্ত্বেও বিয়ে পরিচালনা করার অপরাধে কাজী মোঃ আব্দুস সালাম, পিতা মৃত ইজ্জত আলী, সাং মদনপুর, শেরপুর, বগুড়া কে ১০ রহাজার টাকা জরিমানা করা হয়। সাবালক না হওয়া পর্যন্ত বর – কনে ২ জন নিজ নিজ বাড়িতে অবস্থান করবেন মর্মে স্থানীয় ২ জন গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মুচলেকা নেওয়া হয়।