শেরপুরে আগুনে পুড়ল ৫ ভাইয়ের বসতবাড়ি ছাই
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলায় আগুনে পুড়ে গেছে ৫ পরিবারের বসতবাড়ি ছাই হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দুপুর আড়াইটার দিকে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বানিয়াগাতি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, গ্রামের শহিদুল ইসলামের ছেলে কৃষক সুলতান মাহমুদ ও তার চার ভাই পাশাপাশি টিনের বাড়িতে বসবাস করে আসছিলেন। শুক্রবার দুপুরে তাদের বসত ঘরে আগুনের সুত্রপাত হয়। এ সময় বাড়িতে কেউ ছিলেন না। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডে তাদের নয়টি টিনের ঘর, নগদ প্রায় তিন লাখ টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, দুটি ফ্রিজ সহ বাড়ির আসবাবপত্র পুড়ে প্রায় ৮ লাখ টাকার য়তি হয়েছে বলে তিগ্রস্থ পরিবারের দাবী।
শেরপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা মো. রতন হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। সম্ভবত বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে নয়টি ঘর সর্ম্পুণ পুড়ে ছাই হয়েছে।