শেরপুর থানার গেট থেকে মোটর সাইকেল চুরি
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর থানার প্রধান ফটকের সামনে থেকে এক ইউপি সদস্যের মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য আতাউর রহমান বকুল নীল রংয়ের একটি বাজাজ মোটরসাইকেল নিয়ে ঘটনার রাতে থানায় আসেন। পরে মোটর সাইকেলটি থানার প্রধান ফটকের সামনে রেখে পাশের সার্ভিস ডেলিভেরী সেন্টারে (গোলঘরে) আয়োজিত নিজ এলাকার একটি শালিসী বৈঠকে যোগ দেন। শালিসী বৈঠক শেষে থানার বাইরে এসে দেখেন তার মোটর সাইকেলটি নেই।
ভুক্তভোগী ইউপি সদস্য আতাউর রহমান বকুল বলেন, থানার প্রধান ফটকের সামনে থেকেই সংঘবদ্ধ চোরদলের সদস্যরা মোটরসাইকেলটি নিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটি না পেয়ে অবশেষে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, মোটরসাইকেল চুরির ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।