শেরপুরে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
ষ্টাফ রির্পোটার: আমরা মুক্তিযোদ্ধার সন্তান শেরপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার বিকালে ডিজে হাইস্কুল হলরুমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমরা মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মো. নুরুন্নবী, কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ নুরুন্নবী,বগুড়া জেলা কমিটির সভাপতি এএইচএম সুলতান মাহমুদ প্রিন্স,সাধারণ সম্পাদক রাশেদুল হাসান।
বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার সন্তান ফেরদৌস সরকার মুকুল, শাহিন আকতার মেরাজ, জাহিদুল হাসান হ্যাপি,মনিরুজ্জামান প্লাবন, রেজাউল করিম শান্ত,আবু সুফিয়ান, নুরে আলম সানি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ জন্মদিন উপলক্ষ্যে কেককাটা হয়।