নন্দীগ্রামে বিএনপির মতবিনিময় সভা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে শনিবার বিকাল ৩ টায় নন্দীগ্রাম মনছুর হোসেন ডিগ্রি কলেজের হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া-০৪ আসনের এমপি আলহাজ¦ মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া সদর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ গোলাম মোঃ সিরাজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চান, বগুড়া শহর বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান বকুল, শহর বিএনপি সাবেক সাধারন সম্পাদক হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া জেলা বিএনপি নেতা আহসানুল তৈয়ব জাকির, এ্যাডঃ রাফি পান্না, মাওলানা ফজলে রাব্বী তোহা, নন্দীগ্রাম উপজেলা বিএনপি নেতা মোঃ গোলাম রব্বানী, জহুরুল ইসলাম, শামসুর রহমান, শাহ আল হেলাল, প্রভাষক আব্দুল বারী বারেক, মাহবুবুর রহমান তোতা, আব্দুর রহিম, বেলায়েত হোসেন আদর, আলাউদ্দিন আলী, পৌর বিএনপি নেতা খলিলুর রহমান, লুৎফর রহমান, জিল্লুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলেকজান্ডার, যুবদল নেতা আব্দুল মজিদ, মাহবুর রহমান, সবুজ, আদম, আব্দুল হান্নান, পৌর যুবদলের আহবায়ক আব্দুল মেমিন উজ্জল, যুগ্ম আহবায়ক শফিউল আলম সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রউফ রুবেল, ছাত্রদল নেতা জিআর সৈকত, ছানাউল বাকী, রাব্বী, জুয়েল রানা প্রমুখ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে মুক্ত করতে হবে এবং দেশনায়ক তারেক রহমান কে দেশে ফিরিয়ে আনতে হবে।