স্থানীয় খবর
বগুড়ায় করোনা ভাইরাস নিয়ন্ত্রনে পল্লীসমাজের লিফলেট বিতরন
বগুড়া সদর উপজেলার ব্র্যাক সামাজিক মতায়ন কর্মসূচির আওতায় পরিচালিত পল্লীসমাজ সমুহ( কুটুর বাড়ী, মন্ডলধরন,মেঘাগাছা মানিকচক ,কর্ণপুর,খামারকান্দি) পল্লী সমাজ তাদের এলাকায় ২৪ মার্চ মঙ্গলবার সকাল ৯.৩০ হতে বিকাল ৫ টা পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধে এলাকার জনগনকে অরিয়েন্টশনের মাধ্যমে সচেতন করেছেন সেই সাথে লিফলেট বিতরন সহ বিভিন্ন ধরনের গুজব প্রতিরোধে সাধারন মানুষের মাঝে সচেতনতা তৈরীতে কাজ করে যাচ্ছে।
বগুড়ায় ২৫টি গ্রামে ২৫টি পল্লীসমাজ প্রতিদিন নিয়মিত ভাবে মানুষকে সচেতন করার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তী