স্থানীয় খবর
শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে মহাসড়কের শেরপুর উপজেলার ছোনকা এলাকায় পৃথক এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে মহাসড়কের ছোনকায় একটি অটো রাইস মিলের সামনে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষ হলে মাইক্রোবাসের অজ্ঞাত চালক (৩৬) নিহত হন। ভোর ৬ টার দিকে ছোনকা এলাকায় একটি বাঁশ বোঝাই ট্রাক উল্টে গেলে ৫ পথচারী আহত হন। এসময় আজগর আলী (৬০) নামের এক পথচারী নিহত হন। তিনি ছোনকা এলাকারই আরশ উদ্দিনের ছেলে।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড ডিভিল ডিফেন্স এর কর্মকর্তা মো. রতন হোসেন জানান, খবর পেয়ে দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠিয়েছে।