স্থানীয় খবর
শেরপুরে করোনা ভাইরাস প্রতিরোধে মোবাইল কোর্ট,৮ জনের জরিমানা
ষ্টাফ রিপোর্টার ঃ বগুড়ার শেরপুরে ২৬ মার্চ বৃহস্পতিবার করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে লকডাউন বিধি পর্যবেণে মোবাইল কোর্টের অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখ।
উপজেলার মহিপুর বাজার, গাড়িদহ বাজার, রণবীরবালা ঘাটপাড় বন মরিচা, টুনিপাড়া, শেরুয়া বটতলা, কেল্লা, বাগড়া, নন্দীগ্রাম রোড, দুবলাগাড়ী, শহরের কলেজ রোড, বাসস্ট্যান্ড এলাকা, ধুনট মোড় এলাকায় অভিযান চালানো হয়। বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া যাবেনা সরকারের এই নির্দেশ অমান্য করে রাস্তায় এলোপাথাড়ি ঘুরে বেড়ানোর কারণে ৮ জনকে দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারার আওতায় জরিমানা করা হয়। জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখ জানান।