স্থানীয় খবর
ঘরে থেকে করবো যুদ্ধ, করোনা থেকে হবো মুক্ত
শেরপুর ডেস্ক: গাড়িতে ‘ঘরে থেকে করবো যুদ্ধ, করোনা থেকে হবো মুক্ত’ স্টিকার লাগিয়ে বগুড়ায় শুরু করা হয়েছে সেনাটহল। বৃহস্পতিবার সকাল থেকে শহর ও শহরতলীর বিভিন্ন সড়কে এই টহল শুরু হয়। এ সময় মাইকিং করে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে অতি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে নিষেধ করা হয়।
এদিকে সেনাটহলের কারণে বৃহস্পতিবার শহরে কমে গেছে জনচলাচল । বন্ধ হয়ে গেছে দোকানপাট। এছাড়া গণপরিবহন বন্ধ থাকায় রাস্তায় যান চলাচলও প্রায় থেমে গেছে।