ধুনটে বালু ব্যবসায়ীর কারাদন্ড
ধুনট(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে মাহবুবুর রহমান সমাপ্ত (২৭) নামের এক বালু ব্যবসায়ীর ল টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিনাত রেহানা। রবিবার সন্ধ্যায় এ দন্ডাদেশ প্রদান করে। দন্ডাদেশ প্রাপ্ত বালু ব্যবসায়ী মাহবুবুর রহমান সমাপ্ত উপজেলার রাঙ্গামাটি গ্রামের আব্দুস সালামের ছেলে। সে বর্তমানে উপজেলার পশ্চিম ভরনশাহী গ্রামে বসবাস করে।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিনাত রেহানা জানান, মাহবুবুর রহমান সদর ইউনিয়নের বাইপাস সড়কের দণি পাশে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিলো। সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে আটক করে ১ ল টাকা জরিমানা করা হয়। সে জরিমানার টাকা পরিশোধ করার অপারগতা প্রকাশ করে। পরে বালু মহল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, ভ্রাম্যমান আদালতে দন্ডপ্রাপ্ত বালু ব্যবসায়ী মাহবুবুর রহমানকে সোমবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।